ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সব কমিটি বিলুপ্ত

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৮, ১৩ জুলাই ২০২৪ | আপডেট: ১৪:৪৩, ১৩ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সব হল, অনুষদ ও বিভাগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সম্মেলনের মাধ্যমে ২০২২ সালের ২৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৭টি আবাসিক হলের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির মেয়াদ ছিল এক বছর। তবে দুই বছরেরও বেশি সময় পার হওয়ার পর শুক্রবার রাতে সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, আমরা নতুন কমিটি দায়িত্বে আসার আগে থেকেই হল কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়। এ ছাড়া ১৭টি আবাসিক হলের অধিকাংশ নেতাই পড়াশোনা শেষ হয়ে যাওয়ায় ক্যাম্পাস ছেড়েছেন।

হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে কথা বলে অতি দ্রুত হল সম্মেলনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি