ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

রাজস্থানের কাছে হারল বিরাট কোহলিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৭, ১৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:৫৫, ১৫ এপ্রিল ২০১৮

বিরাট কোহলির অধিনায়কোচিত হাফ সেঞ্চুরি সত্ত্বেও ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে হারতে হল রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোরকে৷ হাই-স্কোরিং ম্যাচে বিরাটদের ১৯ রানে পরাজিত করল অজিঙ্কা রাহানের দল৷

ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হার দিয়ে একাদশ আইপিএল অভিযান শুরু করে ব্যাঙ্গালোর৷এরপর দ্বিতীয় ম্যাচে জয় পেলেও তৃতীয় ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে পুনরায় পরাজয় বরণ করে ব্যাঙ্গালোর৷

পিচের সম্ভাব্য অবস্থা আন্দাজ করে টসে জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে ডাকেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি৷ পিচ তুলনায় স্লো ছিল সন্দেহ নেই৷ যুবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দরদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে ডার্সি শর্ট, বেন স্টোকসদের৷ তা সত্ত্বেও রাজস্থান নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৭ রানের পাহাড় গড়ে।

ইনিংসের গোড়াপত্তন করতে নেমে রাহানে ২০ বলে ৩৬ রান করে আউট হন৷ শর্ট ১১ রান করে সাজঘরে ফেরেন৷ স্টেকসকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটের জুটিতে ৪৯ রান যোগ করেন স্যামসন৷ ২১ বলে ২৭ রান করে স্টোকস আউট হন চাহালের বলে৷ পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে বাটলার ১৪ বলে ২৩ রানের যোগদান রাখেন৷ শেষবেলায় রাহুল ত্রিপাঠী ৫ বলে ১৪ রান করে নটআউট থাকেন৷ স্যামসন অপরাজিত থেকে যান ব্যক্তিগত ৯২ রানে৷ ৪৫ বলের ইনিংসে সঞ্জু ২টি চার ও ১০ টি ছক্কা মারেন৷

আরসিবির হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন ক্রিস ওকস ও যুবেন্দ্র চাহাল। ৪ ওভারে ৫৯ রান খরচ করেছেন উমেশ যাদব৷

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি