ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজাবাজার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ৬ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:৩৯, ৬ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

নতুন লাইন চালুর জন্য রাজধানীর পূর্ব ও পশ্চিম রাজাবাজারের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

তিতাস জানিয়েছে, পুরনো লাইন বদলে নতুন লাইন চালুর জন্য পূর্ব ও পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড, গ্রিন রোড এবং আশপাশের এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কোম্পানি সুত্র জানায়, ওই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে গ্যাসের কম পাচ্ছিল এর ফলে রান্না করতে সমস্যা হচ্ছিল। বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই নতুন লাইন বসিয়ে সংযোগ বদলে দেওয়া হচ্ছে।

//আর//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি