ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

রাজ্জাক ছিলেন আমার পিতৃতুল্য : প্রসেনজিৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ২২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে শোকাহত চলচ্চিত্রাঙ্গন এ অভিনেতার মৃত্যুতে তিনদিনের জন্য শুটিং বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি

তাঁর মৃত্যুর খবর এরই মধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পৌঁছে গেছে ওপার বাংলাতে। খবরটি শোনার পরে টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসসহ ছবি শেয়ার করেন।

রাত ৯টার সময় পোস্ট করা স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘যাঁদের সঙ্গে চলচ্চিত্রে অভিনয় করেছি, তাঁদের মধ্যে তিনি আমার কাছে পিতৃতুল্য। তাঁর আকস্মিক মৃত্যু শুধু চলচ্চিত্রশিল্পকে শূন্য করেনি, আমার হৃদয়কেও করেছে। তাঁর মৃত্যুর খবরে আমার হৃদয় ব্যথা পেয়েছে। স্বর্গে শান্তিতে থাকুন রাজ্জাক সাহেব।’

২১ আগস্ট সোমবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকাই চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র নায়করাজ রাজ্জাক।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি