ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

রাতে মাঠে নামবে এসি মিলান-বেনফিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ২৮ জুলাই ২০১৯

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ ফুটবলে রাতে মাঠে নামবে এসি মিলান ও বেনফিকা। বাংলাদেশ সময় রাত ১টা ৬ মিনিটে শুরু হবে ম্যাচটি। 

টুর্নামেন্টে বেনফিকার এটি তৃতীয় ম্যাচে। আগের দুই ম্যাচে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। 
আর জয়ের ধারায় এই ম্যাচেও এসি মিলানকে হারাতে চায় তারা। এদিকে, শুরুটা ভালো হয়নি এসি মিলানের। একটি ম্যাচ খেলে একটিতেই হেরেছে তারা। 

তবে দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েই মাঠে নামবে ইতালিয়ান ক্লাবটি।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি