ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

রাত হলেই বাচ্চার পায়ে ব্যথা? জেনে নিন কারণ ও প্রতিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ১১ নভেম্বর ২০২১ | আপডেট: ১৫:২১, ১১ নভেম্বর ২০২১

রাত হলেই অনেক শিশুর পায়ে ব্যথা শুরু হয়। এ সময় পা টিপে দিলে বাচ্চা আরাম পায়। এ নিয়ে চিন্তার তেমন কোনো কারণ নেই। চিকিৎসাবিজ্ঞানে এই ব্যথাকে বলে গ্রোয়িং পেইন বা বেড়ে ওঠার ব্যথা। তাই বলে সব ব্যথাই গ্রোয়িং পেইন নয়। কিছু বৈশিষ্ট্য দেখে শনাক্ত করা যায় কোনটা কীসের ব্যথা। চলুন জেনে নিই এর কারণ ও প্রতিকার। 

ভারতের এসএসকেএম হাসপাতালের সহকারী অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ পাল জানিয়েছেন এই সমস্যার আদ্যোপান্ত।  

তিনি জানান, কিছু বাচ্চার ক্ষেত্রে তিন থেকে বারো বছর পর্যন্ত পায়ের থাই, কাফ এবং হাঁটুর পিছন দিকের মাংসপেশিতে কামড়ে ধরার মত ব্যথা হয়। এটাই সাধারণত গ্রোয়িং পেইন। যা হালকা মালিশেই সেরে যায়।  

এই ব্যথা সাধারণত তিন-চার বছর বয়স থেকে শুরু হয়। এই ব্যথা ঊরু ও পায়ের মাংসপেশিতে বেশি হয়। হাতেও হতে পারে । সাধারণত সন্ধ্যায় বা রাতে এই ব্যথার তীব্রতা বাড়ে। 

কয়েক ঘণ্টা পর ব্যথা কমে গেলে শিশু ঘুমিয়ে পড়ে। সকালে উঠে কোনও কোনও শিশুর এই ব্যথার কথা মনেই থাকে না। 

গ্রোয়িং পেইনে গিরা বা অস্থিসন্ধির স্থায়ী ক্ষতি হয় না। যদি সকালে কিংবা সারা দিন ধরেই গিরায় প্রচণ্ড ব্যথা থাকে, গিরা লাল হয়, ফুলে যায় কিংবা গিরা এমন শক্ত হয়ে যায় যে নাড়াতে অসুবিধা হয়, তাহলে বুঝতে হবে যে এটি গ্রোয়িং পেইন নয়। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

সূত্র: সংবাদ প্রতিদিন

এমএম/এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি