ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাত ১০টা পর্যন্ত গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ শুক্রবার রাত ১০টা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

তিতাস গ্যাসের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজের সুবিধার্থে আজ নির্দিষ্ট এলাকাগুলোতে গৃহস্থালি, বাণিজ্যিক, শিল্প এবং সিএনজি–সহ সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় নির্মাণাধীন এমআরটি লাইন-১ এর বিমানবন্দর ও খিলক্ষেত ভূগর্ভস্থ স্টেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান গ্যাস পাইপলাইন সরানোর কাজ চলবে আজ। এ কারণে নির্দিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যে এলাকাগুলোতে গ্যাস থাকবে না, সেগুলো হলো—বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজি এবং কাওলা এলাকার বলাকা ভবন থেকে শুরু করে শাহজাদপুরের সুবাস্তু টাওয়ার পর্যন্ত। এসব এলাকার শিল্প, বাণিজ্যিক এবং ক্যাপটিভ শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।

এছাড়া, রাজধানীর নিকুঞ্জ, খিলক্ষেত, বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, কুড়িল, জগন্নাথপুর, কালাচাঁদপুর এবং আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানানো হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান মেট্রোরেল প্রকল্পের অংশ হিসেবে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং কাজটি দ্রুততম সময়ে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

গুরুত্বপূর্ণ এই উন্নয়নকাজ চলাকালীন গ্রাহকদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি