রানীর পর কে হচ্ছেন কমনওয়েলথ প্রধান?
প্রকাশিত : ১২:৫৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:০১, ১৪ ফেব্রুয়ারি ২০১৮
১৯৫৩ সালে বাবার মৃত্যুর পর ব্রিটিশ রাজসিংহাসনে আরোহণ করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। একইসঙ্গে কমনওয়েলথ-এর প্রধানেরও দায়িত্ব পান তিনি। এরপর থেকে দীর্ঘ ৬৫ বছর ধরে সংগঠনটির দায়িত্ব পালন করে আসছেন তিনি।
তবে সম্প্রতি ৯২ বছর বয়সী রানী এলিজাবেথের শারীরিক অসুস্থতা ভাবিয়ে তুলেছে কমনওয়েলথ নেতৃবৃন্দকে। এ ছাড়া কমনওয়েলথভূক্ত দেশগুলো তাদের পরবর্তী নেতা নির্বাচন নিয়ে বেকায়দায় পড়েছেন। এদিকে কমনওয়েলথ এর পরবর্তী প্রধান গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হবেন, নাকি রাজতান্ত্রিকভাবে নির্বাচিত হবেন তা নিয়ে চলছে বিশ্লেষণ।
ইতোমধ্যে লন্ডনে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিবিসি জানিয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ইতোমধ্যে জোটের সাত সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী কমিটি গতকাল মঙ্গলবার লন্ডনে গোপন বৈঠকে বসেছে।
জানা গেছে, আসন্ন সম্মেলনে শেষবারের মতো যোগ দিতে যাচ্ছেন কমনওয়েলথ প্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ। এরপরই ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন রানী। এরপর কে হবেন কমনওয়েলথ এর প্রধান। এমন প্রশ্ন জোটভূক্ত দেশগুলোর। এদিকে অনেকেই উত্তরাধিকার সূত্রে প্রিন্স চার্লসকে কমনওয়েলথ জোটের প্রধান করার পক্ষে মত দিচ্ছেন। অন্যদিকে আরেকটি অংশ চাইছে গণতান্ত্রিক উপায়ে জোটটির প্রধান নির্বাচিত করতে। তবে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে, এটাই এখন বড় প্রশ্ন।
কমনওয়েলথ জোটের প্রধান নির্বাচনে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। ব্রিটিশ রাজপরিবারের প্রধানই এর নেতৃত্ব দিয়ে আসছেন। কিন্তু এ জোটের গণতান্ত্রিক অবয়ব মজবুত করার আলোচনা আছে বিভিন্ন তরফে। যে কারণে রানিকে নেতৃত্বে রেখে ভোটের মাধ্যমে একজনকে আনুষ্ঠানিক প্রধান (সিরিমোনিয়াল লিডার) হিসেবে নির্বাচিত করার প্রস্তাবও আসে।
যুক্তরাজ্যের উপনিবেশ ছিল এমন দেশগুলোকে নিয়ে ১৯৩১ সালে গঠিত হয় কমনওয়েলথ জোট। ব্রিটিশ শাসনের অধিভূক্ত দেশগুলো নিয়ে এই জোট গঠিত হয়েছিল। শুরুতে মাত্র ৮টি দেশ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এ জোটের সদস্যসংখ্যা ৫৩ দেশ। এর মধ্যে ১৫টি দেশের রাষ্ট্রপ্রধান এখনো ব্রিটিশ রাজ। বাংলাদেশও এই জোটের সদস্য। তবে যুক্তরাষ্ট্র ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হলেও দেশটি কমনওয়েলথের সদস্যপদ নেয়নি।
সূত্র: বিবিসি
এমজে
আরও পড়ুন