ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রান্নার আগে মুরগি ধোয়া উচিত না, কেন জানেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সাধারণত ব্যাক্টেরিয়া দূর করতেই মাংস ধুয়ে রান্না করা হয়। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন এভাবে রান্না করা ঠিক নয়। খাদ্য ও নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এভাবে রান্না করা মাংস খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে।

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, কাঁচা-মুরগির মাংসে ক্ষতিকর ব্যাক্টেরিয়া থাকে যেমন- ক্যাম্পিলোব্যাক্টর ও সালমোনেলা। যা খাবার পরে পেট ব্যথা, ডায়রিয়া ও খাবারে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। খাবারের বিষক্রিয়া হওয়ার অন্যতম কারণ ক্যাম্পিলোব্যাক্টর। ব্যাক্টেরিয়া দূর না করে কেবল মাংস ধোয়া হলে তা আরও বেশি সমস্যার সৃষ্টি করে।

ইউকে ন্যাশনাল হেলথ সার্ভিস অনুযায়ী, গতিশীল পানিতে যখন মুরগির মাংস ধোয়া হয় তখন আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। গতিশীল পানিতে ব্যাক্টেরিয়া মুরগি থেকে আপনার ত্বক, পাত্র, কাপড়, তৈজস ও হাতে ছড়িয়ে যায়। কারণ পানির ফোটা ত্বকের ৫০ সে.মি. পর্যন্ত পৌঁছাতে পারে।

বিকল্প পদ্ধতি

মুরগি থেকে ব্যাক্টেরিয়া দূর করার উপায় হল সঠিক তাপমাত্রায় রান্না করা। মুরগি রান্না করার নূন্যতম তাপমাত্রা হল ১৬৫ ডিগ্রি। এই পদ্ধতি খুব একটা পছন্দ না হলেও একবার অন্তত অনুসরণ করে দেখতে পারেন কোনো পার্থক্য ধরা পড়ে কিনা। খুব বেশি অস্বস্তি কাজ করলে তোয়ালে  দিয়ে মুরগি ও চামড়া পরিষ্কার করে নিতে হবে। এরপরেও মুরগি ধুতে চাইলে আগেই পরিষ্কার করে নিন এবং তারপরে হাত ভালোভাবে ধুয়ে নিন।

ব্যক্টেরিয়া দূর করার উপায়

কাঁচা-মাংস ঢেকে ঠাণ্ডা জায়গায় রাখুন। এক্ষেত্রে রেফ্রিজারেইটরে রাখতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যেন অন্যান্য খাবারের সংস্পর্শে না আসে।

প্রয়োজনীয় তৈজস ধুয়ে রাখা। চপিং বোর্ড, ছুড়ি ও অন্যান্য তৈজস যা কাঁচা-মাংস কাটতে প্রয়োজন হয় তা ঠিক মতো ধুয়ে রাখুন। ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়া এড়াতে অবশ্যই সাবান ও গরম পানি দিয়ে হাত ধুয়ে নেবেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি