ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাফায়েল নাদাল সর্বোচ্চ পাঁচবার শিরোপা জয়ের রেকর্ড গড়লেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৫:৫৬, ১৫ মে ২০১৭

মাদ্রিদ ওপেন টেনিসে ট্রফি জিতে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জয়ের রেকর্ড গড়লেন রাফায়েল নাদাল।
শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ ডমিনিক থিয়েমকে হারিয়ে ট্রফি জিতে নেন স্প্যানিশ তারকা নাদাল। অস্ট্রিয়ান ডমিনিক থিয়েমের বিপক্ষে জয় পান ২-০ ব্যবধানে। নিজের অসাধারণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন নাদাল। এ নিয়ে চলতি মৌসুমে টানা তিনটি ট্রফি ঘরে তুললেন সাবেক এই নাম্বার ওয়ান তারকা। ফাইনালের লড়াইয়ে প্রথম থেকেই প্রতিদ্বন্দ্বীতা গড়ে তোলেন দুজন। প্রথম সেটে ৭-৬ ও দ্বিতীয় সে্েট ৬-৪ গেমে জয় নিয়ে শেষ পর্যন্ত শিরোপা নিশ্চিত করেন রাফায়েল নাদাল।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি