ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাবার বাগানের গহীনে হাবিব-আয়েশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬, ৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ নিজেকে ভাঙতে অনেক কিছুই করছেন। বিশেষ করে নিজের মিউজিক ভিডিওগুলোতে নতুনত্ব আনতে নানামাত্রিক লোকেশন, গেটআপ আর চরিত্রের ভেতরে ঢুকছেন তিনি। দর্শক তার এই পথ চলাকে স্বাগত জানিয়েছে। বিগত দিনে তার যে মিউজিক ভিডিওগুলো প্রকাশ পেয়েছে তার অধিকাংশই গ্রহণ করেছে দর্শক ও শ্রোতা।

এবার ভিন্ন কিছুর সন্ধানে হাবিব গেলেন ফটিকছড়ির দাঁতমারা রাবার বাগানে। সঙ্গে নিয়েছেন মিউজিক ইন্সট্রুমেন্ট আর একজন উঠতি মডেল। তাদের পেছনে ছিল পুরো একটা শুটিং ইউনিট। সেখানে ২ মার্চ শেষ করেছেন ‘অচিন মায়া’ শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিও।

এ বিষয়ে হাবিব বলেন, ‘চাইলে গানটির ভিডিও আমরা গাজীপুরের শালবনেও করে ফেলতে পারতাম। কিন্তু অনেক টাকা খরচ করে দলবল নিয়ে গিয়েছি ফটিকছড়িতে বৈচিত্র্যের খোঁজে। কারণ, নতুন কিছু করতে চেয়েছি আবারও।’

তবে রাবার বাগানে যাওয়ার আগে যেমনটা ভেবেছেন হাবিব তারচেয়েও বেশি কিছু অর্জন করে ফিরেছেন তিনি। অডিও-ভিডিও প্রযোজক হিসেবে দেশের মাটিতে হাবিবের এটাই প্রথম কোন কাজ। নিজের প্রযোজনা সংস্থা এইচডব্লিউ প্রোডাকশনস-এর ব্যানারে নির্মিত হয়েছে এই দ্বিতীয় ভিডিওচিত্র।

নতুন এই ভিডিওতে মডেল হিসেবে আছেন আয়েশা মারজানা। শিগগিরই নিজের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করবেন হাবিব।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি