ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

রাবিতে অনির্দিষ্টকালের জন্য সকল পরীক্ষা স্থগিত

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:২৯, ২২ ফেব্রুয়ারি ২০২১

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, সারাদেশের করোনা পরিস্থির কথা বিবেচনা করে সরকার আগামী ২৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ও আসন্ন সকল প্রকার পরীক্ষা স্থগিত করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর চলমান ও আসন্ন সকল প্রকার পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিয়েছেন  উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান।

তিনি জানান, উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান কর্তৃক আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান সকল পরীক্ষা বন্ধ থাকবে।
কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি