ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

রাবিতে ভর্তির চূড়ান্ত আবেদন শুরু

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৩:০২, ২৩ মার্চ ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় জায়গা পাওয়া শিক্ষার্থীরা ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু করেছে। 

আজ মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১২টা থেকে শুরু করে আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবে ভর্তিচ্ছুরা।

এর আগে গতকাল সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক বাবুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষ স্নাতক(সম্মান)/স্নাতক ভর্তি পরীক্ষা ২০২০-২১ এর জন্য প্রাথমিক আবেদনকারীর মধ্য হতে এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদনকারী নির্বাচন করা হয়। প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিটের বিভিন্ন শাখায় (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা) চূড়ান্ত আবেদনের জন্য এইচএসসি বা সমমানের সর্বনিম্ন জিপিএ এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হয়েছে। 

উল্লেখ্য, বি ইউনিটের বাণিজ্য শাখার সকল প্রাথমিক আবেদনকারীকে চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তিনটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। যে কোন পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদনের আর কোন সুযোগ থাকবে না।

বিভিন্ন পর্যায়ে চূড়ান্ত আবেদনের সময়সূচি হলো-
প্রথম পর্যায় : ২৩ মার্চ দুপুর ১২টা হতে ২৭ মার্চ বিকাল ৩টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে ২৭ মার্চ রাত ৮টা হতে ২৯ মার্চ বিকাল ৬টা পর্যন্ত। তৃতীয় পর্যায়ে ২৯ মার্চ রাত ১০টা হতে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. বাবুল ইসলাম বলেন, আজ ২৩ মার্চ দুপুর ১২টা থেকে শুরু হয়ে তিন ধাপের এই চূড়ান্ত আবেদন চলবে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবে।

তিনি আরও জানান, তালিকায় থাকা ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করতে পারবে। যা চলবে ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন পূর্ণ না হলে দ্বিতীয় ধাপে তথা ২৮ থেকে ২৯ মার্চে তালিকায় থাকা পরবর্তী ধাপের শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবে। একইভাবে শেষ ধাপ তথা ৩০ থেকে ৩১ মার্চ তালিকার আরো পিছনে থাকা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবে বলে জানান তিনি।

জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা ৩টি ইউনিটে অনুষ্ঠিত হবে। আগামী ১৪ জুন ‘সি’ ইউনিটের পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৫ জুন ‘এ’ ইউনিট এবং সর্বশেষ ১৬ জুন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হবে। প্রতিটি পরীক্ষা তিনটি শিফটে হবে। তিন দিনেই ভর্তি পরীক্ষা শেষ হবে। 

প্রতি ইউনিটে ৪৫ হাজার ভর্তিচ্ছুর পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতিদিন ৩ শিফটে; প্রতি শিফটে ১৫ হাজার করে ভর্তিচ্ছুর পরীক্ষা নেওয়া হবে। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দুপুর ১২ থেকে ১টা ও বিকেল ৩ থেকে ৪টা, এই ৩ শিফটে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি