ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাবিতে মহালয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৭, ৮ অক্টোবর ২০১৮

শারদীয় দূর্গা পূজার মহালয়া উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সনাতন বিদ্যার্থী সংসদ।

সোমবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির থেকে বর্ণাঢ্য এ শোভাযাত্রাটি বের করা হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মন্দিরে এসে মিলিত হয়। শোভা যাত্রায় অংশগ্রহণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস, সংস্কৃতি বিভাগের অধ্যাপক নিখিলরঞ্জন বিশ্বাস, ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক মৃণালকান্তি রায়, সনাতন বিদ্যার্থী সংসদের আহবায়ক কমিটির সভাপতি চন্দন কুমার দে, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় প্রমুখ।

আলোচনা সভায় অধ্যাপক নিখিল রঞ্জন বলেন, ‘সনাতন ধর্মের অনেক শিক্ষার্থী তার ধর্ম গ্রন্থ সম্পের্কে ধারণা নাই। তারা শুধু একাডেমিক পড়া নিয়েই থাকে। কিন্তু এর পাশাপাশি ধর্ম সম্পের্কে কিঞ্চিত জ্ঞান থাকতে হবে। তাই একাডেমিক পড়ার পাশাপাশি ধর্ম গ্রন্থ পড়তে হবে। বেদ, উপনিষদ, গীতা প্রভূতি ধর্ম গ্রন্থের মাধ্যমেই পাওয়া যাবে নৈতিক শিক্ষা। নিজেদের আরো ঐক্যবদ্ধ হতে হবে। নিজের ধর্ম সম্পের্কে সচেতন হতে হবে। কি আছে ধর্ম গ্রন্থে তা জানতে হবে।’ বাংলাদেশে সনাতন ধমাবলম্বী শিক্ষার্থীদের নিজস্ব একটা প্লাটফর্ম তৈরি করতে হবে। এ জন্য সবাইকে এক হবার আহবান জানান তিনি। 

এর আগে কেন্দ্রীয় মন্দিরে সকাল ৭টা থেকে চন্ডী পাঠ করা হয়। চন্দ্রী পাঠ শেষে বিদ্যার্থী শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এছাড়াও সোমবার বিকাল ৫টায় ধর্মীয় গ্রন্থ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলেও জানা যায়।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি