ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাবেয়া বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ২৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর বসিলা গার্ডেন সিটির আরব মিশন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক রাবেয়া বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। গত বছর ২৩ আগস্ট শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার আরব মিশন পাবলিক স্কুলের পক্ষ থেকে দোয়া ও মিলাদের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ৩১ আগস্ট মরহুমের গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।

গত বছরের ১৯ আগস্ট ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে রাবেয়া বেগমের ওপেন হার্ট সার্জারি হয়। ২১ আগস্ট অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ২৩ আগস্ট সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তাকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটারা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি