রামপালে বাস ও মোটর সংঘর্ষে নিহত-১
প্রকাশিত : ২২:২৪, ১৯ এপ্রিল ২০১৯
বাগেরহাটের রামপালে মোটর সাইকেল ও বাসের মুখোমূখি সংঘর্ষে সঞ্জয় কুমার সাহা (৪২) নামে এক আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক আরোহী। শুক্রবার দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার টেংরামারী বেলাই সেতুর কাছে এই হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত মোটর আরোহী কিশোরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ি ও সাবেক ছাত্রনেতা সঞ্জয় সাহার অকাল মৃত্যুতে জেলা যুবলীগ ও ছাত্রলীগ গভীর শোক প্রকাশ করেছে।
নিহত সঞ্জয় কুমার সাহা বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও আব্দুল মোনেম গ্রুপের সুপ্রসিদ্ধ ঈগলু আইসক্রীমসহ বিভিন্ন কোম্পানির জেলা পরিবেশক ছিলেন। তিনি বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের দত্তকাঠি গ্রামের সাহাপাড়ার সুবোধ চন্দ্র সাহার ছেলে।
বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন বলেন, সঞ্জয় সাহা জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছিলেন। সাবেক এই ছাত্রনেতার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সঞ্জয় সাহা নামে এক আরোহী ঘটনাস্থলেই নিহত এবং অপর আরোহী গুরুতর আহত হন। নিহত সঞ্জয় সাহা ব্যবসার কাজে বাগেরহাট থেকে মোটরসাইকেলযোগে মোংলাতে যাচ্ছিলেন।
আরকে//
আরও পড়ুন