ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ২০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:২৭, ২০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কক্সবাজারে অবস্থিত রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ শিক্ষক নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি  গণিত, বিজ্ঞান, কম্পিউটার, ধর্মীয় শিক্ষক, নাচ এবং শরীর চর্চা বিষয়ে শিক্ষক নিয়োগ দেবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

জুনিয়র শিক্ষক হিসেবে গণিত, বিজ্ঞান, কম্পিউটার, ধর্মীয় শিক্ষক, নাচ, শরীর চর্চা বিষয়ে মোট ৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ের স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি। কোনো পরীক্ষাতে ৩য় বিভাগ গ্রহণ যোগ্য নয়। এছারাও গান, নাচ, শরীর চর্চা এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকতে হবে। নিবন্ধন থাকতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ২০,৭০০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়মাবলী

সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ফটোকপি, জীবনবৃত্তান্ত এবং ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজ পত্র আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে।

আবেদনের সাথে ২৫০ টাকা রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ট্রাস্ট ব্যাংক একাউন্ট নং- ০০৯৬-০৩২০০০০১৭৯ অনুকূলে প্রদান করতে হবে এবং জমা রশিদ আবেদনের সঙ্গে জমা দিতে হবে।

লিখিত পরীক্ষার তারিখ

আগামী ২৯ জানুয়ারি ২০১৭ তারিখ ১০টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার তারিখ এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ জানুয়ারি ২০১৮ তারিখের মধ্যে প্রিন্সিপাল, রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে লিখিত আবেদন পাঠাতে হবে।

সূত্র: বিডিজবস

এম/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি