ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

রাম রহিমের রায় ঘোষণায় কোর্ট বসছে জেলের ভেতরেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ২৭ আগস্ট ২০১৭

ভারতে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত বিতর্কিত ধর্মগুরু বাবা গুরমিত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণার দিন আগামীকাল সোমবার। এর আগে হরিয়ানার রোহটাক জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার আয়োজন করা হয়েছে। সাজা ঘোষণার জন্য জেলের ভেতরেই বসছে আদালত।

এর আগে হরিয়ানার পাঁচকুলাতে শুক্রবার সিবিআই আদালত রাম রহিমকে ধর্ষণে দোষী সাব্যস্ত করলে তার হাজার হাজার ভক্ত হরিয়ানা, পাঞ্জাব ও দিল্লির বিভিন্ন জায়গায় তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন, ট্রেন-বাসও জ্বালিয়ে দেওয়া হয়।

সেদিনের সহিংসতায় অন্তত ৩৫জন নিহত ও আরও বহু লোক জখম হওয়ার পর অভিযোগ ওঠে, হরিয়ানা প্রশাসন পরিস্থিতি সামলাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। সোমবার যাতে সেদিনের ঘটনার পুনরাবৃত্তি না-হয়, তার জন্য চরম সতর্কতা নেওয়া হচ্ছে।

৫০ বছর বয়সী বাবা গুরমিত রাম রহিম সিংকে এখন বন্দি রাখা হয়েছে রোহটাকের সানোরিয়া জেলে, যেটি রোহটাক শহর থেকে দশ কিলোমিটার দূরে।

শহর থেকে যে রাস্তাটি জেল অভিমুখে যাচ্ছে, সেটি আর কারাগার চত্বর ঘিরে রেখেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আর হরিয়ানা পুলিশের সদস্যরা।

বাবা গুরমিত রাম রহিম সিংয়ের আশ্রম, `ডেরা সাচ্চা সওদা`-র ভক্তদের রোহটাক বা তার আশেপাশে কোথাও ঘেঁষতেই দেওয়া হচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।

রোহটাকের পুলিশ প্রধান নভদীপ সিং ভির্ক জানান, সোমবার রোহটাককে শান্তিপূর্ণ রাখতে জেলায় মোট ২৮ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। প্রয়োজনে প্রস্তুত রাখা হচ্ছে সেনাবাহিনীকেও।

তবে লাখ লাখ ডেরা ভক্ত পাঁচকুলায় গিয়ে গত শুক্রবার যেভাবে সহিংস বিক্ষোভ দেখিয়েছিলেন, রোহটাকে তার পুনরাবৃত্তি ঘটবে না বলেই পুলিশ আশা করছে। ভক্তরা দলে দলে রোহটাক অভিমুখে আসছেন বলেও কোনও খবর নেই।

আসলে হরিয়ানাজুড়ে বাবা গুরমিত রাম রহিম সিংয়ের যে প্রায় গোটা তিরিশেক `ডেরা` আছে তার সবগুলোই পুলিশ এর মধ্যে সিল করে দিয়েছে। ডেরার যে প্রধানরা ভক্তদের জুটিয়ে আনার ক্ষমতা রাখেন, আটক করা হয়েছে তাদেরও অনেককেই।

রোহটাকের আশেপাশের জেলাগুলোকেও সতর্ক করে দেওয়া হয়েছে সেখান থেকে কোনও ডেরা ভক্ত যাতে রোহটাকে ঢুকতে না-পারে।

ইতিমধ্যে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সাজা ঘোষণার জন্য বিশেষ সিবিআই বিচারক জগদীপ সিংকে হেলিকপ্টারে রোহটাক জেলে উড়িয়ে আনতে হবে।

জেল চত্বরের ভেতরেই বিচারক বন্দি নম্বর ১৯৯৭, বাবা গুরমিত রাম রহিম সিংকে তার সাজা পড়ে শোনাবেন। অর্থাৎ সাজা শোনার জন্য রাম রহিমকে কোর্টে নেওয়া হবে না, কোর্টই তার কাছে আসবে।

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সিবিআই বিচারক জগদীপ সিংকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য হরিয়ানা সরকারকে নির্দেশ দিয়েছে।

এদিকে ডেরা সচ্চা সওদা-র মূল আশ্রম যেখানে, সেই সিরসা-তেও ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে।

এক হাজার একর জুড়ে বিস্তৃত ওই ডেরার ভেতরে প্রায় হাজার তিরিশেক ভক্ত আদালত তাদের `পিতাজি`র বিরুদ্ধে সোমবার কী রায় দেয়, তা শোনার জন্য অধীর উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করছেন। সূত্র: বিবিসি বাংলা।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি