ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাশিফল : জেনেনিন কেমন যাবে আজকের দিনটি!

প্রকাশিত : ১১:২৭, ১২ জুন ২০১৯

Ekushey Television Ltd.

রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা, নানা মত। এটাকে কেউ বিশ্বাস করেন, আবার কেউ বিশ্বাস করেন না। কিন্তু বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন নয়, দিনের শুরুতে মিলিয়ে নিন- কেমন যাবে আজকের দিনটি।

আজ ১২ জুন ২০১৯ খ্রিষ্টাব্দ, বুধবার। বাংলা ২৯ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ এবং ৮ শাওয়াল ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা।

আপনার জন্ম সংখ্যা : ৩।

আপনার ওপর প্রভাবকারী গ্রহ : বুধ ও বৃহস্পতি।

আপনার শুভ সংখ্যা : ৩ ও ৫।

শুভ বার : বুধ ও বৃহস্পতি।

শুভ রত্ন : পোখরাজ ও পান্না।

জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) :

আপনি যদি মেষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। যাবতীয় মতবিরোধ এড়িয়ে চলুন। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) :

আপনি যদি বৃষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ আপনি সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন) :

আপনি যদি মিথুন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা করতে পারেন। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) :

আপনি যদি কর্কট রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। আপনার প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) :

আপনি যদি সিংহ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) :

আপনি যদি কন্যা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে কোনো কাজে অবদানের স্বীকৃতি পেতে পারেন। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যের সমীহ আদায় করতে পারবেন। বিনয়ী আচরণ দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) :

আপনি যদি তুলা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) :

আপনি যদি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) :

আপনি যদি ধনু রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। সম্ভাব্যক্ষেত্রে কারো কারো পদোন্নতি হতে পারে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) :

আপনি যদি মকর রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আপনার সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কোনো আশা পূরণ হতে পারে। উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের জন্য বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) :

আপনি যদি কুম্ভ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):

আপনি যদি মীন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি