ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

রাশিয়ার পাঁচশ’ লক্ষ্যবস্তুতে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

ইউক্রেনের রাশিয়ার যুদ্ধে জড়িত পাঁচ শতাধিক লক্ষ্যবস্তুর ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। 

হোয়াইট হাউজ বলছে, কিয়েভে মস্কোর অভিযানের দু’বছর পরও সেখানে যুদ্ধ চলায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ পদক্ষেপ রাশিয়া, মস্কোর সক্ষমতা এবং দেশটির যুদ্ধযন্ত্রকে আঘাত করবে বলে দাবি করা হচ্ছে। 

বাইডেন প্রশাসন বলছে, এসব নিষেধাজ্ঞা মার্কিন ট্রেজারি এবং পররাষ্ট্র উভয় বিভাগ থেকে আরোপ করা হবে। 

তবে যুক্তরাষ্ট্রের দেওয়া এসব নিষেধাজ্ঞায় রাশিয়ার উপর কী প্রভাব পড়বে তা স্পষ্ট নয়।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশ ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে ওয়াশিংটন ও তার মিত্ররা মস্কোর রাজস্ব এবং সামরিক শিল্প খাত লক্ষ্য করে অনেক নিষেধাজ্ঞা আরোপ করে। এরমধ্যে তেল ও পেট্রোলিয়াম পণ্য রফতানি থেকে মস্কোর রাজস্ব আয় কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো জ্বালানি তেলের মূল্যসীমা নির্ধারণ করে দেয়।

এতে যে চাপ সৃষ্টি হয়েছে তা ধরে রাখতেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নতুন এসব নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি