ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

রাশিয়ার সাথে যৌথ নৌ মহড়া শেষ করার ঘোষণা চীনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ১৮ জুলাই ২০২৪

দক্ষিণ চীন সাগরে রাশিয়ার সাথে যৌথ নৌ মহড়া শেষ করার ঘোষণা দিয়েছে চীন। দেশটি বৃৃহস্পতিবার এ ঘোষণা দেয়।

এ সময়ে চীন পশ্চিমের সাথে উত্তেজনার মধ্যেই দীর্ঘ দিনের বন্ধু রাশিয়ার সাথে এ মহড়ার কারণে সমঝোতা ও বিশ্বাস আরো গভীর হয়েছে বলে উল্লেখ করেছে।

বেইজিং ও মস্কো উভয়ে গত সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ঝানজিয়াং উপকূলে জয়েন্ট সি-২০২৪ নামের যৌথ নৌ মহড়া চালাচ্ছে বলে জানিয়েছে।

এ এলাকাটি দক্ষিণ চীন সাগরের অংশ যার অধিকাংশ চীন দাবি করে আসছে।

বৃহস্পতিবার  চীনের নৌ বাহিনী এক অনলাইন বিবৃতিতে বলেছে, উভয়পক্ষ বুধবার বিকেলে মহড়া সম্পন্ন করেছে।

নৌ বাহিনী আরো বলেছে, যৌথভাবে সামুদ্রিক নিরাপত্তা হুমকি মোকাবেলার লক্ষ্যে ছয়দিন ধরে চালানো এ মহড়ায় সাতটি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে।

উল্লেখ্য যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সাথে চীন ও রাশিয়ার শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকায় উভয় দেশ সাম্প্রতিক বছরগুলোতে আরো কাছাকাছি এসেছে।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি