রাশিয়া বিশ্বকাপে গোলের নতুন রেকর্ড
প্রকাশিত : ১৩:১৫, ২৪ জুন ২০১৮
রাশিয়া বিশ্বকাপে নতুন একটি রেকর্ড দেখলো বিশ্ব। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে চলতি আসরে গোলের নতুন রেকর্ড সৃষ্টি করল। টানা ২৯ ম্যাচে গোলের রেকর্ড।
তবে একক কোনো খেলোয়াড় এ রেকর্ড করেননি। রাশিয়া বিশ্বকাপের কোনো ম্যাচই গোল শূন্য হয়নি। অর্থাৎ সব ম্যাচেই গোল হয়েছে।
বিশ্বকাপ ইতিহাসে এর আগে কেবল একবার ১৯৫৪ আসরে টানা ২৬ ম্যাচে অন্তত একটি গোল হয়েছিলো। এরপর ১৫টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে।
কোনো বিশ্বকাপে টানা ২৬ বা ততোধিক ম্যাচে গোল হয়নি। কিন্তু এবারের আসরে সে রেকর্ড ভেঙ্গে গেলো।
শনিবার বেলজিয়াম-তিউনিশিয়ার ম্যাচটি ছিলো বিশ্বকাপের ২৭তম ম্যাচ। আর ওই ম্যাচেই গোলের রেকর্ড স্পর্শ করলো বিশ্বকাপ। প্রত্যক ম্যাচেই অন্তত ১টি গোল হওয়ায় এবারের বিশ্বকাপে টানা ২৭ ম্যাচেই গোল হলো। যা এই বিশ্বকাপ গোলের নতুন রেকর্ড ।
এরপর কোরিয়া মেক্সিকোর ম্যাচে সেটি আরও পাকাপোক্ত হয়। আর সবশেষ জার্মানি-সুইডেনের ম্যাচে টনি ক্রুসদের গোলে তা গিয়ে দাঁড়ায় ২৯ ম্যাচে।
টানা ২৯ ম্যাচের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ এখনো বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে।
একে//