ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাশেক রহমানের ‘উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ৪ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ নেতা রাশেক রহমানের লেখা ‘উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। 

অনুষ্ঠানের রাষ্ট্রপতি বলেন, ‘লেখালেখিতে তরুণ প্রজন্ম, বিশেষ করে তরুণ রাজনীতিকদের আরও এগিয়ে আসতে হবে। দেশ ও জাতির উন্নয়নে তাদের চিন্তা-ভাবনা এবং কর্মপরিকল্পনা আরও বৃহৎ পরিসরে জনগণের সামনে তুলে ধরতে হবে।’

বাংলাদেশের জন্মের ইতিহাস এবং রাজনৈতিক ধারাবাহিকতায় নতুন প্রজন্মের চিন্তা-ভাবনা, ধ্যান-ধারণা, জীবনবোধ, রাজনীতিবোধ সবকিছুর সমন্বয় ঘটানো হয়েছে বইটিতে। সমাজ, পরিবার, বন্ধুবন্ধব সর্বোপরি জনগণের কাছ থেকে লেখক যা শিখেছেন বাইটিতে তাই উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি