সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণ
রাশেদকে হারিয়ে দিশেহারা পরিবার
প্রকাশিত : ১৭:৪০, ১৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:৪৩, ১৯ এপ্রিল ২০১৮
সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে একমাত্র উপার্জনক্ষম ছেলে রাশেদকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার।
বার বার মূর্ছা যাচ্ছেন রাশেদের মা কুলফুরের নেছা ও স্ত্রী শিখা মজুমদার। আর বাবা রফিকুল ইসলামের অবস্থা তো পাগলপ্রায়।
বুধবার সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে মো. মহিউদ্দিন রাশেদের (৩৫) বাড়ি ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকায়। তার বাড়িতে চলছে এখন শোকের মাতম।
জীবিকার তাগিদে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে সৌদি পাড়ি জমান মো. মহিউদ্দিন রাশেদ। দুই বোন এক ভাইয়ের মধ্যে রাশেদ সবার ছোট। নিহত রাশেদের তিনটি সন্তান রয়েছে। তারা হলো- জিহান (৭), সাফওয়া (৫) ও আলিফ।
ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন নিহত রাশেদের বাবা রফিকুল ইসলাম।
সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় বুধবার স্থানীয় সময় ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে বলে প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন।
প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাবার খেয়ে ফেনীর রাশেদসহ ৭ বাংলাদেশী ঘুমিয়ে পড়েন। ভোর রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আগুনে রাশেদ ছাড়াও চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা এমরানুল হক সোহেল (৩৪), তার ভাই ইমামুল হক মুন্না (২২), গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মো. সোহেল (৩০), লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতোলা বাজার সংলগ্ন চর লরেন্স গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৬) ও মো. ইব্রাহিম (২৩) নিহত হয়।
আগুনে আহত হয়েছে আরো এক বাংলাদেশী। তাকে ওই দেশের হাইল কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিডিও:
আরও পড়ুন