ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

রাষ্টপতির কাছে লিখিতভাবে আবেদন করবে বিএনপি

প্রকাশিত : ১৮:২৬, ২৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২৭, ২৩ নভেম্বর ২০১৬

নির্বাচন কমিশন গঠনে বেগম খালেদা জিয়ার প্রস্তাবনা জানাতে সাক্ষাতের সময় চেয়ে এবার রাষ্টপতির কাছে চিঠি দিয়েছে বিএনপি। বিকেলে বঙ্গভবনে চিঠি পৌছে দেন দলের তিন নেতা। এর আগে সংবাদ সম্মেলনে চিঠি দেয়ার সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশন গঠন নিয়ে বেগম খালেদা জিয়ার জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে তুলে ধরতে গত কয়েকদিন ধরেই চেষ্টা করেছিল বিএনপি। কিন্তু রাষ্ট্রপতির কার্যালয় থেকে সময় না পেয়ে এবার লিখিতভাবে আবেদন করলো দলটি। মহাসচিবের স্বাক্ষর করা চিঠি বুধবার বিকেলে বঙ্গভবনে পৌছে দেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতারা। এর আগে কেন্দ্রিয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে চিঠি দেয়ার সিদ্ধান্তেও কথা জানান জানালেন দলের মহাসচিব। বলেন, টেলিফোনে রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তাদের কাছে সময় চাওয়া হয়েছিল। কিন্তু কোনো জবাব না পেয়ে এখন লিখিতভাবে আবেদন করা হচ্ছে। স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, বিএনপির দেয়া প্রস্তাব সংবিধান পরিপন্থি নয়। বরং আলোচনার জন্য সরকারি দলেরই এগিয়ে আসা উচিত। গ্রহনযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হলে জনগন এবং ভবিষৎ প্রজন্মের কাছে ক্ষমতাসীনদের জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির নেতারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি