ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মোশাররফকে গ্রেফতারের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ৯ মার্চ ২০১৮ | আপডেট: ১০:৩২, ৯ মার্চ ২০১৮

রাষ্ট্রদ্রোহিতার মামলায় পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন দেশটির বিশেষ আদালত।বৃহস্পতিবার পাকিস্তানের সরকারের কাছে আদালতের নির্দেশ পৌঁছেছে। এতে মোশাররফের সব সম্পত্তিও বাজেয়াফত করতে বলেছেন আদালত।

২০০৭ সালে পাকিস্তানের সংবিধান লঙ্ঘন করে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন পারভেজ মোশাররফ। এ অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। তবে স্বেচ্ছা নির্বাসনে থাকা পারভেজ আদালতে কোনো মামলাতেই হাজির হননি।

তথ্যসূত্র: জিও টিভি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি