ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাষ্ট্রধর্ম নিয়ে রিটের শুনানি আজ

প্রকাশিত : ১৩:৪৮, ২৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৪৮, ২৮ মার্চ ২০১৬

Highcourtসংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে অন্তর্ভুক্তির বিধান নিয়ে হাইকোর্টের জারি করা রুলের ওপর শুনানির জন্য আবেদনটি কার্যতালিকায় এসেছে। বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো: আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে আজকের কার্যতালিকায় রয়েছে আবেদনটি। দুপুরে শুনানি গ্রহন করতে পারেন তিন বিচারপতি। এর আগে ২৯ শে ফেব্র“য়ারি শুনানির জন্য ২৭ মার্চ ধার্য  করা হয়েছিল বলে জানান আইনজীবী এ কেএম জগলুল হায়দার আফ্রিক। ২৮ বছর আগে ১৯৮৮ সালে ১৫ জন বিশিষ্ট নাগরিক রিট আবেদন করার ২৩ বছর পর রুল জারি করে হাইকোর্ট।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি