ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতির কছে পরিচয়পত্র তুলে দিয়েছেন রাশিয়া ও মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনার

প্রকাশিত : ১৯:৩৫, ৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:৩৫, ৫ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের কাছে নিজেদের পরিচয়পত্র তুলে দিয়েছেন বাংলাদেশে রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার ইভানতভ ও মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনার নূর আশিকিন বিনতি মোহাম্মদ তাঈব। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রথমে দেখা করেন রাশিয়ার রাষ্ট্রদূত। বাংলাদেশে নিযুক্ত হয়ে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র তুলে দিয়ে আগামী দিনগুলিতে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সহায়তা অব্যাহত থাকার আশাবাদ জানান তিনি। রাষ্ট্রপতিও নবনিযুক্ত রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান। পরে মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনাকে বঙ্গভবনে স্বাগত জানান রাষ্ট্রপতি। পরিচয়পর্ব শেষে দ্বিপাক্ষিক বিভিন্ন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি