ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

রাষ্ট্রবিজ্ঞানী তালুকদার মনিরুজ্জামান মারা গেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ২৯ ডিসেম্বর ২০১৯

দেশবরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. তালুকদার মনিরুজ্জামান আমাদের মাঝে আর নেই। শনিবার দিবাগত রাত ৩টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে অধ্যাপক মনিরুজ্জামানের বয়স হয়েছিল ৮১ বছর।

পরিবার সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে অধ্যাপক মনিরুজ্জামানকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে রেখে তাঁর চিকিৎসা চলছিল।

অধ্যাপক মনিরুজ্জামানের ছেলে সাদিদ মুনির জানান, আজ (রোববার) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অধ্যাপকের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গাজীপুরের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান ১৯৩৮ সালের ১ জুলাই সিরাজগঞ্জের তারাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা থেকে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা অর্জন করেন। এরপর লেখাপড়ার জন্য বিদেশে যান। ১৯৬৬ সালে তিনি দেশে ফিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

এরপর অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। সেখান থেকে ২০০৬ সালে তিনি অবসর গ্রহণ করেন। সে বছরই তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত করে বাংলাদেশ সরকার। তিনি লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন।

অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। দেশের বরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে তাঁর সুপরিচিত রয়েছে। এই গুণী মানুষটির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি