রাসিকে ২২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
প্রকাশিত : ২২:২৯, ২৫ জুন ২০১৮
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ২২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন তাদের মনোনয়নপত্র দাখিল করে।
এর মধ্যে সোমবার ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। যাদের মধ্যে ৭ জন নারী ও ১০ জন পুরুষ কাউন্সিলর প্রার্থী। বাকি পাঁচজন আগে মনোনয়নপত্র দাখিল করেন। তবে এখনো মেয়র পদে কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি বলে জানিয়েছেন সহকারি রিটানিং অফিসার আতিয়ার রহমান।
তিনি জানান, সোমবার ১৪ জন তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে একজন, সাধারন কাউন্সিলর পদে ১১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ জন। এ নিয়ে মোট ১২০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে মেয়র পদে ২ জন, সাধারন কাউন্সিলর পদে ১৬৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫১ জন।
এদিকে, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনিত মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার দুপুরে নির্বাচন কার্যালয় থেকে বুলবুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের চেয়ারপারসনের উপদেষ্ঠা অ্যাডভোকেট কামরুল মনির।
এর আগের দিন রোববার আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহ করেন নগর আওয়ামী লীগের সহসভাপতি নওশের আলী।
এসএইচ/
আরও পড়ুন