রাস্তার নামে গরীবের জমি দখল করছে প্রভাবশালীরা (ভিডিও)
প্রকাশিত : ১৫:৪১, ১৯ জুলাই ২০১৯ | আপডেট: ১৮:০৮, ১৯ জুলাই ২০১৯
সরকারি রাস্তার সুবিধা নেবে সবাই। কিন্তু জায়গা ছাড়তে হয়েছে শুধু সংখ্যালঘু পরিবারের। চাপে পড়ে কাউকে ছাড়তে হয়েছে বসত ভিঁটাও।আবার রাস্তার মাপেও হয়েছে চরম দুর্নীতি। এ ঘটনা ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নে। এসব নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।
দীর্ঘ দাবির পর নতুন রাস্তা হচ্ছে কেরাণীগঞ্জের কলাতিয়া বাজার থেকে ফতেনগর হয়ে আকছাইল পর্যন্ত। কথা ছিল সরকারি নিয়মানুযায়ী সমানভাবে জায়গা ছাড়বে পার্শ্ববর্তী সবাই। কিন্তু না।
রাস্তার বেশিরভাগ জায়গাই ছাড়তে হয়েছে শুধু সংখ্যালঘু পরিবারের। যে কারণে নকশার সোজা রাস্তায় সৃষ্টি হয়েছে অসংখ্য বাঁক।
রাস্তা নিয়ে কথা বলায় প্রভাবশালীর চাপে দেশত্যাগের কথাও শোনা গেল। চেষ্টা চলছে অন্য পরিবারগুলো উৎখাতের। হুমকির পাশাপাশি যাতায়াতে নানান ধরণের বাধাও সৃষ্টি করছে ক্ষমতাশালীরা।
একুশের ক্যামেরা দেখে তেড়ে আসেন প্রভাবশালীদের একজন। রাস্তা নিয়ে রিপোর্ট করতে বাধাও দেন।
মেপে দেখা গেল ১২ ফুটের রাস্তার কোথাও ৭ কিংবা ৮ ফুট। কোথাও ৯ কিংবা ১০। কিছু লোকের সুবিধা দিতেই অল্প দূরত্বে সৃষ্টি করা হয়েছে একাধিক বাঁক। নকশা অনুযায়ী রাস্তা না হওয়ায় ক্ষুব্ধ লোকজন।
স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, ডিজাইন অনুযায়ী রাস্তা হবে। পার পাবে না প্রভাবশালীরাও।
রাস্তার কাজ শেষ হলে বৃহত্তর এলাকার সঙ্গে পদ্মা সেতুর সহজ যোগাযোগ রক্ষা হতো-মনে করছেন কেরাণীগঞ্জের মানুষ।
বিস্তারিত দেখুন ভিডিওতে
এমএইচ/