ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

রাহুলের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে কর্মীদের কাণ্ডে বিরক্ত সোনিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৯, ১৬ ডিসেম্বর ২০১৭

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

দীর্ঘ ১৯ বছর কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সোনিয়া গান্ধী। আজ শনিবার সেই দায়িত্ব হস্তান্তের সমাপনি ভাষণের এসে আবেগপ্রবণ হলেন তিনি। ছেলের হাতে দলের নেতৃত্ব তুলে দিলেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে এবার সেখানে মেজাজ হারালেন সোনিয়া গান্ধী। কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল গান্ধীর অভিষেক অনুষ্ঠানে উপস্থিত কংগ্রেস কর্মীদের উন্মাদনায় বার বার নিজের বক্তব্য রাখতে গিয়ে বাধাপ্রাপ্ত হন সোনিয়া। যদিও, পরে খোদ রাহুল এসে তাকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেন। জি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

আকবর রোডে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন রাহুল। সেখানে নিজের বিদায়ী ভাষণ দিতে মঞ্চে ওঠেন সোনিয়া। আর ঠিক সেই সময়ই অনুষ্ঠানে উপস্থিত কংগ্রেস কর্মীরা বাজি পটকা ও আবির নিয়ে আনন্দে মেতে ওঠেন। তীব্র শব্দে নিজের বক্তব্য রাখতে বার বার বাধাপ্রাপ্ত হন সোনিয়া। অবশেষে কিছুটা বিরক্তির স্বরেই বলে ওঠেন, ``এত শব্দে আমি নিজের বক্তব্য রাখতে পারছি না।`` প্রায় ৫ মিনিট তিনি পোডিয়ামে দাঁড়িয়ে থাকেন কিছু না বলেই। এরপরই পরিস্থিতি সামল দিতে উঠে আসেন রাহুল।

উল্লেখ্য, প্রায় এক বছর ধরে অসুস্থ সোনিয়া গান্ধী। বিদেশে গিয়েও চিকিত্সা করিয়ে এসেছেন তিনি। কার্যত নিজের স্বাস্থ্যের কারণেই দলের সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন সোনিয়া।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি