ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রায় ঘিরে নৈরাজ্য মেনে নেওয়া হবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ২৮ জানুয়ারি ২০১৮

বিএনপি চেয়ারপারসনের দুর্নীতি মামলায় রায়কে ঘিরে যেকোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াস কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, দুর্নীতি মামলায় খালেদা জিয়ার কী রায় হবে সেটা জানেন আদালত। কিন্তু সেটা না জেনেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আদালতকে হুমকি দিচ্ছেন। বিএনপি এটা করতে পারে না। রায়কে ঘিরে কোনো নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হলে মোকাবেলা করার জন্য সরকার লাগবে না, জনগণই প্রতিরোধ করবে।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের গোগনগরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর পাইলিং কাজের উদ্বোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মনে করেছে এবারও তারা নির্বাচনে না এলে আবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতার একটা ফাঁক তৈরি হবে। কিন্তু তা ভেবে থাকলে তারা বোকার স্বর্গে বাস করছেন। এবার আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হবে না, অনেকগুলো দল এবার নির্বাচনে অংশ নেবে।
সেতুমন্ত্রী কাদের বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তৃতীয় শীতলক্ষ্যা সেতু  নারায়ণগঞ্জবাসীকে উপহার দেওয়া হলো।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি