ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ২০ বিদেশী জড়িত জানিয়েছে সিআইডি

প্রকাশিত : ১৪:৫৮, ১৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:০২, ১৮ এপ্রিল ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ২০ বিদেশীকে শনাক্ত করেছে সিআইডি। প্রেসব্রিফিংয়ে আতিরিক্ত ডিআইজি শাহ আলম জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তা ও মানি ট্রান্সফার এজেন্সির গাফিলতির প্রমাণও মিলেছে তদন্তে। প্রচলিত মানিলন্ডারিং আইনে এই অর্থ চুরির বিচার সম্ভব বলেও জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরির পর তদন্তে নামে অপরাধ তদন্ত বিভাগ -সিআইডি। এরইমধ্যে কেন্দ্রিয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ ছাড়াও  জব্দ করা হয় ব্যাংকের কয়েকটি কম্পিটার। এছাড়াও পাচার হওয়া দুই দেশ ফিলিপাইন ও শ্রীলংঙ্কায় যায় সিআইডির আরও দুটি তদন্ত দল। বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির তদন্তে গঠিত ফিলিপাইনের সিনেট কমিটি ও দেশটির এ্যান্টি মানি লন্ডালিং কাউন্সিলের তদন্ত দলের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে সিআইডি। এরপরই ফিলিপাইন ও আশপাশের দেশের ২০ব্যাক্তির সংশ্লিষ্টতা পায় সিআইডি। সিআইডির এই কর্মকর্তা জানান, তাদের তদন্তে কেন্দ্রিয় ব্যাংকের মানি ট্রান্সফার এজেন্সি ও  বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের গাফিলতির সত্যতা মিলেছে। দেশের প্রচলিত মানি লন্ডারিং আইনে বিদেশী অপরাধীদেরও বিচারে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেয়ার কথাও জানান সিআইডির এই কর্মকর্তা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি