ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রিজার্ভের অর্থ চুরির তদন্তে এফবিআই এর সহায়তার আশ্বাস

প্রকাশিত : ১৯:০৬, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:১১, ২০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে সহায়তার আশ্বাস দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। দুপুরে ঢাকায় সিআইডি’র কর্মকর্তাদের সাথে বৈঠকও করেছেন এফবিআই প্রতিনিধি। এদিকে, রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত আনাই প্রথম কাজ হবে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ফজলে কবির। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০০ কোটি টাকা চুরির ঘটনা তদন্ত করছে সিআইডি। এরইমধ্যে অপরাধের বিভিন্ন ধরনের মোটিভ সংগ্রহ করেছে সংস্থাটি। যারমধ্যে সংগ্রহ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তার তথ্যই। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদও করা হয়েছে অনেককে। তবে, চুরি যাওয়া অর্থ ফেরত আনা অপরাধী চক্রকে সনাক্ত করতে বিদেশী সংস্থার সহায়তাও প্রয়োজন বলে মনে করে সিআইডি। এমন প্রেক্ষাপটে তদন্তে সহায়তার আগ্রহ দেখিয়েছে মার্কিন সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই। সংস্থাটির একজন প্রতিনিধি রোববার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যলয়ে সংশ্লিস্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে সিআইডি’র এই কর্মকর্তা জানান, তদন্তের প্রয়োজনে এফবিআই’র সহায়তা নেবেন তারা। এদিকে, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব গ্রহণ করেছেন ফজলে কবির। চুরি যাওয়া অর্থ ফেরত আনাই প্রথম লক্ষ্য বলে জানালেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ধাপে সংস্কারের কথাও বলেন নতুন গভর্নর। অর্থ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সৃষ্টি হওয়ার আস্থার সংকট কাটাতেও কাজ করবেন বলে জানান গভর্নর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি