ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রিজার্ভের অর্থ লোপাটে জড়িতদের খুঁজে বের করার দাবি আতিউর রহমানের

প্রকাশিত : ১৭:০৪, ১৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৫০, ১৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

কেন্দ্রীয় ব্যাংককে বিতর্কের উর্ধ্বে রাখতেই নৈতিক দায় নিয়ে সরে দাড়িয়েছেন বলে জানালেন পদত্যাগী গভর্নর ড. আতিউর রহমান। রিজার্ভ হ্যাকের ঘটনা শুরুতে বুঝতে না পারায় সরকারের উচ্চ মহলেকে জানাতে খানিকটা বিলম্ব হয়েছিল বলেও স্বীকার করেন তিনি। তবে খোয়া যাওয়া অর্থ উদ্ধারের পাশাপাশি দায়ীদের বিচারের মুখোমুখি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ড. আতিউর। আওয়ামী লীগের নেতৃত্ব মহাজোট সরকার ক্ষমতা গ্রহনের পর ২০০৯ সালের পহেলা মে কেন্দ্রীয় ব্যাংকের দশম গভর্নর হিসাবে দায়িত্ব নেন ড. আতিউর রহমান। আর্থিক খাতের এ নিয়ন্ত্রক সংস্থার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পাশাপাশি এখনো পর্যন্ত তিনিই একমাত্র পদত্যাগি গভর্নর। প্রধানমন্ত্রীর কাছে পদত্যগপত্র দেয়ার পর বাসভবনে ফিরে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন ড. আতিউর রহমান। দেশের ইতিহাসে প্রথম বারের মতো সংগঠিত এ রিজার্ভ হ্যাকের ঘটনায় তার দায় ছিলনা বলেও জানান বিদায়ী গভর্নর। তবে এ ঘটনায় দায়ীরা চিহ্নিত হবে এবং বিচারের মুখোমুখি হবে এমনটাই আশা তার। সম্প্রতি ভারত সফর নিয়ে অযথাই বিতর্ক করা হয়েছে বলেও উল্লেখ করেন আতিউর রহমান। তার মেয়াদকালে বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে শক্তিশালি অবস্থানে গেছে বলেও দাবি করেন বিদায়ী গভর্নর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি