ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

রিজার্ভের চুরি যাওয়া ডলার পুনরুদ্ধারে ফিলিপাইনে গেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল

প্রকাশিত : ১৫:৩৫, ৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:৩৫, ৩ আগস্ট ২০১৬

রিজার্ভের চুরি যাওয়া ৬ কোটি ৩০ লাখ ডলার পুনরুদ্ধারে ফিলিপাইনে গেছে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল। ম্যানিলায় অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল, ডিপার্টমেন্ট অব জাস্টিস, কেন্দ্রীয় ব্যাংক ও রিজাল কমার্শিয়াল ব্যাংক-আরসিবিসি’র কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে প্রতিনিধি দলটির। এ দলে রয়েছেন, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা দেবপ্রসাদ দেবনাথ ও আব্দুল রব এবং ব্যাংকের আইনজীবী আজমালুল হোসাইন।  ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত জন গোমেজ এ দলকে সহায়তা করবেন। গেল ৪ ও ৫ই ফেব্র“য়ারি হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে এক কোটি ৮০ লাখ ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি অর্থ ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে উদ্ধারের প্রক্রিয়া চলছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি