ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রিজার্ভের টাকা হ্যাক করে চুরির সঙ্গে ব্যাংক ও সরকারি দলের লোকজন জড়িত- গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশিত : ১৯:৪১, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৫৪, ১২ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা হ্যাক করে চুরির সঙ্গে ব্যাংক ও সরকারি দলের লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে জাতীয় প্রেক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। সে সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন আন্দোলনে যারা সামনের কাতারে ছিল ১৯ শে মার্চ দলের কাউন্সিলে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা হবে/ ভাল পদ-পদবী পাবেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ‘হ্যাক’ নয়, চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও সরকারি দলের কারও যোগসাজশ ছাড়া এত টাকা লুট করার সাহস কারও নেই। ১৯শে মার্চ কাউন্সিলে যোগ্যরা উপযুক্ত দায়িত্ব পাবেন বলে আশা প্রকাশ করেন দলের ভাইস চেয়ারম্যান। কাউন্সিলের পর আন্দোলন আরো জোরদার হবে বলেও আশা করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি