রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মামলা
প্রকাশিত : ১০:২২, ১ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:৫৮, ১ ফেব্রুয়ারি ২০১৯
রিজার্ভ থেকে চুরি হওয়া বাকি অর্থ উদ্ধারে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক করপোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। খবর রয়টার্সের
বৃহস্পতিবার ম্যানহাটনে মার্কিন জেলা কোর্টে বাংলাদেশ ব্যাংক এ মামলা করে।
রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) এবং কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ রিজার্ভ চুরির দায়ে অভিযুক্ত বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলংকায় যাওয়া ২ কোটি ডলার ওই সময়ই ফেরত এসেছে। আর ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে প্রায় দেড় কোটি ডলার ফেরত এলেও ৬ কোটি ৬০ লাখ ডলার ফেরত পাওয়া যায়নি।
আরকে//
আরও পড়ুন