ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

রিফাতকে হত্যাকারী কে এই নয়ন বন্ড?

প্রকাশিত : ১৫:১২, ২৭ জুন ২০১৯

বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে শাহ নেয়াজ রিফাত শরীফকে (২৫) কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী। আর প্রকাশ্যে স্বামীকে খুন হতে দেখলেন স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। দিনদুপুরে এভাবে খুন সিনেমার নৃশংসতাকে হার মানাবে।

গতকাল বুধবার সকালের এ ঘটনায় হত্যাকারীদের সহযোগী চন্দন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর হত্যাকারী দুই যুবকেরই পরিচয়ও জানা গেছে। সাব্বির হোসেন নয়ন ওরফে ‘নয়ন বন্ড’ (২৫) এবং রিফাত ফরাজী। তারা দুইজনই অপরাধ জগতের বেশ পরিচিত মুখ বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, স্থানীয়রা এই দুই যুবকের তাণ্ডবে বেশ অতিষ্ট। প্রায়ই নানা অযুহাতে লাঞ্ছিত হতেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, এলাকাবাসীদের ওপর অত্যাচার করে বিভিন্ন সময় তাদের জেল খাটতে হয়েছে। তবে খুব অল্প সময়েই হাজত থেকে বের হয়ে আসতেন। আর ফিরেই তাদের তাণ্ডবলীলার পরিমাণ আরও বেড়ে যেত।

এ হত্যাকাণ্ডের প্রধান আসামি নয়ন বন্ড। তিনি ছিলেন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি। ২০১৭ সালে বরগুনায় ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন ও দেশীয় অস্ত্রসহ নয়নকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সেই মামলায় দীর্ঘদিন জেলে থাকার পর সম্প্রতি জামিনে বেরিয়ে আসেন নয়ন বন্ড। আর জেল থেকেই বেরিয়েই এ হত্যাকাণ্ড ঘটান তিনি।

রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত নয়নসহ সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর হোসেন মাহমুদ।

সূত্র জানিয়েছে, বরগুনা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা নয়ন বন্ড। নয়নের বাবা মৃত ছিদ্দিকুর রহমান। তার বড় ভাই মিরাজ সিঙ্গাপুর প্রবাসী।

প্রসঙ্গত, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে শাহ নেয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে কয়েকজন যুবক। এ সময় বারবার সন্ত্রাসীদের হাত থেকে স্বামীকে বাঁচাতে চেষ্টা করেও ব্যর্থ হন স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। নিহত রিফাত শরীফের বাড়ি বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামে। তার বাবার নাম আ. হালিম দুলাল শরীফ। মা-বাবার একমাত্র সন্তান ছিলেন রিফাত।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি