ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

রিশার হত্যাকারী ওবায়দুল নীলফামারী থেকে আটক

প্রকাশিত : ১৫:২৪, ৩১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:২৪, ৩১ আগস্ট ২০১৬

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারী ওবায়দুল হককে নীলফামারী থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকালে পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে নীলফামারীর ডোমার থেকে তাকে গ্রেফতার করে। ওবায়দুলের বাড়ি দিনাজপুরের মীরাটঙ্গি গ্রামে হলেও রিশাকে হত্যার পর সে নীলফামারীতে লুকিয়ে ছিল। স্কুলছাত্রী রিশার ঘাতক ওবায়দুলকে নীলফামারীর ডোমার উপজেলার সোনারা বাজারে ঘোরাঘুরি করতে দেখে পুলিশে খবর দেন এক মাংস ব্যবসায়ী। পরে র‌্যাব-পুলিশের সদস্যরা গিয়ে তাকে গ্রেফতার করে। প্রেসব্রিফিংয়ে নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান সাংবাদিকদের জানান, এর আগেও তাকে ধরতে কয়েকদফা অভিযান চালানো হয়। পরে ডিএমপি’র রমনা জোনের এডিসি এইচ.এম. আজিমুল হকের নেতৃত্বে অন্য সদস্যরা ওবায়দুলকে নিয়ে ঢাকার পথে রওনা হন। গত বুধবার দুপুরে রিশাকে ছুরিকাঘাত করে ওবায়দুল। ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যায় স্কুলছাত্রী রিশা।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি