ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রিয়াজের সঙ্গে ইভানার ইয়ে না বিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ৬ মার্চ ২০১৮ | আপডেট: ২২:৪৮, ৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

অনেকটা জোর পূর্বক মায়ের ইচ্ছা পূরণে অর্পিতাকে বিয়ে করলো অমিত। কিন্তু এর ফলাফল খুব একটা সুখকর হয় না। বিয়ের রাতে বাসর ঘর থেকে তাদের জীবনে অশান্তি শুরু হয়। অমিতের মনে ইরিনের স্মৃতি। যার প্রভাব পড়ে অর্পিতার উপর। তবে অর্পিতাও নাছোড়বান্দা। নিজের ভালোবাসা দিয়ে অমিতের মন জয় করবেই ।

একসময় সেটা পেরেও যায় অর্পিতা। অর্পিতার ভালোবাসার কাছে হার মানে অমিত। কিন্তু হঠাৎ করেই আগমন ঘটে অমিতের পূর্ব প্রেমিকা ইরিনের। অমিত আবারও ইরিনের প্রতি দুর্বল হয়ে ওঠে। তারপর কী হয়? দেখা যাবে ‘বিয়ে না ইয়ে’ শিরোনামের একটি নাটকে।

নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ এবং অভিনেত্রী পারশা ইভানা। মোহাইমেনুল নিয়ন রচিত নাটকটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, ‘নাটকটির গল্পের মধ্যে টানটান উত্তেজনা রয়েছে। যা দর্শককে শেষপর্যন্ত টিভির সামনে বসিয়ে রাখবে। কেননা, নাটকের শেষ পর্যন্ত না দেখলে দর্শক বুঝতে পারবে না কি হচ্ছে বা কার সঙ্গেই মিল হবে অমিতের। আর রিয়াজ ভাই এবং ইভানা’র সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে। অনেক ভালো একটি কাজ হয়েছে। আশা করছি দর্শক উপভোগ করবেন’।

এমনই প্রেম অপ্রেম ও পরিবারের নানা দ্বন্দের গল্প নিয়ে এগিয়েছে এই টেলিছবির গল্প। এখানে অমিত চরিত্রে দেখা যাবে রিয়াজকে আর অর্পিতা রুপে হাজির হবেন ইভানা। নাটকটি প্রযোজনা করেছেন মোজাফফর দিপু।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি