ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রিয়াদে বঙ্গবন্ধু মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ৩০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৫:০৮, ৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সৌদি আরব রিয়াদে মহিলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

গুলশান আলমের সভাপতিত্বে - রিনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিজয়ের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন - ফারহানা জামান, সুরাইয়া মাহবুব, রেহেনা আলি বিনা, আমিনা জলিল, আফরোজা রোকন, শাহনাজ গাজি, নিলা কবির, ইসমেত আরা, মাহফুজা বেগম, আসফিনা, ন্যানসি, সোনিয়া ইয়াকুবসহ বঙ্গবন্ধু মহিলা পরিষদের ও রিয়াদ কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন ।

মহিলা পরিষদের অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা নারী বলে আমাদের রাজনীতি করার অধিকার নাই অনেকেই মনে করে, অথচ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে পুরুষদের পাশাপাশি নারীরাও সব উন্নয়নে, যুদ্ধে অবদান রেখেছে, ৭১ সালে যুদ্ধের সময় নারীরা ভূমিকা রেখেছে, আজ বর্তমান প্রধানমন্ত্রী নারিদের অধিকার বাস্তবায়নে কাজ করছেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি