ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রিয়াদে বাংলাদেশ দূতাবাস প্রেস উইংসের মতবিনিময়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ২১ জুলাই ২০১৭ | আপডেট: ১০:৫৮, ২২ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিডিয়া ইউং দেশটিতে কর্মরত বাংলাদেশি সাংবাদিক ও বাংলাদেশ কমিনিটির নেতৃবৃন্দের সাথে দূতাবাস কার্যালয়ে মিডিয়া ইউং-এ নবনিযুক্ত দ্বিতীয় প্রেস সচিবের পরিচিতি ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদে এই প্রথম মিডিয়া উইং খোলা হয়।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত গোলাম মসীহ্-এর সভাপতিত্বে কাউন্সেলর ডক্টর ফরিদ উদ্দিনের সঞ্চালনায় এ  মতবিনিময় করেন রিয়াদ দূতাবাসের নবনিযুক্ত দ্বিতীয় প্রেস সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। 

রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেন,  বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষা করেই সংবাদ পরিবেশন করা উচিত। যাতে করে দুই দেশের স্বার্থ অক্ষুন্ন থাকে। এমন কোন সংবাদ পরিবেশন করা উচিত হবে না যেটা সৌদি আরবের আইনের পরিপন্থী।নিজ দেশের সন্মান বজায় রেখে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি