ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

রিয়ালকে উড়িয়ে দিল সেভিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ২৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:০৮, ২৭ সেপ্টেম্বর ২০১৮

পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে টককে যাওয়ার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু তাদের সেই স্বপ্ন ফিকে করে দিয়েছে হুলেন লোপেতেগির দল।

বুধবার রাতে লা লিগার ম্যাচটিতে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে স্বাগতিক সেভিয়া। চলতি মৌসুমে লিগে এটাই তাদের প্রথম হার।

সেভিয়ার মাঠে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার জয়ের পর প্রথম মাঠে নামা লুকা মদ্রিচ প্রথমার্ধে ছিলেন নিজের ছায়া হয়ে। নামের প্রতি সুবিচার করতে পারেননি টনি ক্রুসও। ফলে অধিকাংশ সময় বল দখলে রেখেও বিরতির আগে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা।

উল্টো প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেভিয়া। নিজেদের মাঠে ম্যাচের ১৭তম মিনিটে দলকে এগিয়ে নেন আন্দ্রে সিলভা। চার মিনিট পর কাছ থেকে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ এই মিডফিল্ডার। ম্যাচে ৩৯তম মিনিটে ব্যবধান আরও বাড়ান বেন ইয়েদের।

দ্বিতীয়ার্ধেও সুবিধা করতে পারেনি রিয়াল। ফলে বড় ব্যবধানে হেরেই মাঠ ছাড়ে অতিথিরা।

এ হারে ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি