ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রিয়ালের গোল উৎসবে ৭ মিনিটেই বেনজেমার হ্যাটট্রিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ৩ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

স্প্যানিশ লা লিগায় করিম বেনজেমার হ্যাটট্রিকে রিয়াল ভায়োদলিদকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান ১২ পয়েন্টে নামিয়ে আনল কার্লো আনচেলত্তির দল।

রোববার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নব্যুতে দলের হয়ে গোলের শুরু করেন ফরোয়ার্ড রদ্রিগো। 

এরপর প্রতিপক্ষের রক্ষণে ঝড় তোলেন বেনজেমা। ২৯ মিনিটে নিজের প্রথম গোলের সাত মিনিটের মাথায় তুলে নেন হ্যাটট্রিক।

১৯৯২ সালে ফের্নান্দো হিয়েরোর পর রিয়ালের কোনো খেলোয়াড়ের লা লিগায় দ্রুততম হ্যাটট্রিক এটি। সেই সঙ্গে চলতি লিগে এ নিয়ে বেনজেমার গোল হলো ১৪টি। তার ওপরে বার্সেলোনা ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কির গোল ১৭টি।

প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। 

বিরতির পর আরও দুইবার জালের দেখা পান লস ব্লাঙ্কোরা। ৭৩ মিনিটে মার্কো অ্যাসেনসিওর পর শেষ মুহূর্তে স্কোরশিটে নাম তোলেন লুকাস ভাসকেজ। 

এ জয়ে ২৭ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালান ক্লাবটি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি