ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রিয়ালে ফিরলেন জিদান

প্রকাশিত : ০৯:১৩, ১২ মার্চ ২০১৯

ছেড়ে যাওয়ার ১০ মাস পর কোচ হয়ে রিয়াল মাদ্রিদে ফিরলেন প্রাক্তন ফরাসি ফুটবলার জিনেদিন জিদান। আর দায়িত্ব নেওয়ার পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে বরখাস্ত হলেন সান্তিয়াগো সোলারি।

সোমবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এ সব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জিদানের সঙ্গে চুক্তি তিন বছরের। চুক্তি অনুযায়ী ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটির দায়িত্ব পালন করবেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার।

রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে ১০ মাস আগেই দায়িত্ব ছেড়েছিলেন জিদান। তার জায়গায় দায়িত্ব নিয়েছিলেন সান্তিয়াগো সোলারি। কিন্তু সম্প্রতি সেই চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হওয়া ও ঘরের মাঠে বার্সেলোনার বিরুদ্ধে জোড়া হার। যার জেরে সরতে হল সোলারিকেই। এ দিন রিয়ালের তরফে প্রকাশিত এক বিবৃতিতে সোলারিকে বরখাস্ত করার খবর জানিয়ে বলা হয়, নতুন ম্যানেজার জ়িদান।

লা লিগায় এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্টের ফারাক ১২।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি