ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রিয়াল-জল্পনা নিয়ে যা বললেন নেইমার

প্রকাশিত : ১৫:০০, ২৩ জানুয়ারি ২০১৯

স্পেনের সংবাদমাধ্যমের খবর, নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়রের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়াটা এখন সময়ের অপেক্ষা। কিন্তু ব্রাজিলিয়ান মহাতারকা নিজে এই খবরকে ‘জল্পনা’ বলে উড়িয়ে দিচ্ছেন। নেইমার এখন খেলছেন ফরাসি লিগ ওয়ানে প্যারিস সাঁ জারমাঁয়। তার রিয়ালে যাওয়ার সম্ভাবনা কত দূর সত্যি জানতে চাওয়া হলে বলেছেন, ‘দেখেছি আমাকে নিয়ে সব সময় জল্পনা চলতে থাকে। বিশেষ করে আমি বর্তমান ক্লাব ছেড়ে অন্য কোথাও যাচ্ছি কি না, তা নিয়ে।’

নেইমার এই সাক্ষাৎকার দিয়েছেন এক ফরাসি টিভি চ্যানেলকে। সেখানে আরও বলেছেন, ‘আমার রিয়ালে যাওয়া নিয়ে এখনও সুনিশ্চিত কিছুই হয়নি। যখন সুনিশ্চিত কিছু হবে এবং অন্য আর কোথাও কোনও সমস্যা থাকবে না, তখন আমি নিজেই সব পরিষ্কার করে সবাইকে জানাব।’

সম্প্রতি এক প্রতিবেদনে লেখা হয়েছে, নেইমার নাকি প্যারিস সাঁ জারমাঁয় দায়বদ্ধতা দেখাচ্ছেন না। এমনও শোনা যাচ্ছে যে, নববর্ষের পার্টিতে তিনি নিষিদ্ধ মাদক নেন। যা নিয়ে নেইমারের প্রতিক্রিয়া, ‘আমার নামে কোথায় কী কথা হচ্ছে তার সব খবরই রাখি। ভাল আর খারাপ দু’রকমই।’

তার আরও কথা, ‘হালফিলে আমাকে নিয়ে অনেক কথাই বলা হচ্ছে। এমনকি ড্রাগ নিয়েছি তা-ও। মনে রাখবেন, আমি একজন খেলোয়াড়। কখনও কখনও একটু-আধটু মজা করতেই পারি, কিন্তু নির্বোধের মতো কাজ করব না।’

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি