ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রুদ্রবিনা সঙ্গীত একাডেমির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ৫ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

উৎসব আর মনোমুগ্ধকর পরিবেশনার মধ্যে দিয়ে উদযাপিত হলো রুদ্রবিনা সঙ্গীত একাডেমির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। 

সোমবার রাজধানীর রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন শিক্ষা মন্ত্রণালয়ের যোগাযোগ বিশেষজ্ঞ ড. জহির বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুদ্রবিনা সঙ্গীত একাডেমির চেয়ারম্যান শাহিনুর বেগম। এছাড়া রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেুরুন্নেছা, লোটাস স্কুলের চেয়ারম্যান সেলিনা কামালসহ আরও অনেকে। 

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, সাংস্কৃতিক মুক্তি ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়। শিল্প-সংস্কৃতি মনে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। 

এরপর একাডেমির শিশু শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতির পরিবেবেশনা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি