ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রূপগঞ্জে নির্মাণাধীন ভবনে বোমা বিস্ফোরণ, আহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ১ সেপ্টেম্বর ২০১৭

নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার নির্মাণাধীন একটি দোতলা বাড়িতে ভোররাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়িটির ছাদের কিছু অংশ ও একপাশের দেয়াল উড়ে গেছে। এ ঘট্নায় দুজন গুরুতর আহত  হয়েছেন।  


শুক্রবার ভোরে  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব (কবরস্থান রোড) এলাকায় ‘কুমিল্লা হাউস’ নামে নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই বাড়িটি ঘিরে রেখেছে আইন-শৃংখলা বাহিনী।


বিস্ফোরণের পর ওই বাড়িতে আগুন ধরার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তা নেভায়।  ওই বাড়ির মালিক কুয়েত প্রবাসী আবুল খায়েরের ছেলে ইব্রাহিম (২২) ও শ্যালক আয়নালকে (২৬) দগ্ধ অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন গণমাধ্যমকে জানান, ওই ভবনে বোমা বিস্ফোরণ হয়েছে বলে ধারণা পুলিশের। বর্তমানে বাড়ির মালিক আবুল খায়েরকে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া এটি জঙ্গি তৎপরতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


তিনি বলেন, আবুল খায়ের নামে এক কুয়েত প্রবাসী বেশ কয়েক বছর আগে বরাব (কবরস্থান রোড) এলাকায় জমি কিনে ওই বাড়ি নির্মাণ শুরু করেন। ওই বাড়িতে আবুল খায়ের ও তার স্ত্রী বসবাস করেন। দ্বিতীয় তলার দুটি ইউনিট রয়েছে। এক ইউনিটে আবুল খায়ের ও তার স্ত্রী থাকেন। অপর ইউনিটে থাকেন ছেলে ইব্রাহীম মিয়া ও শ্যালক আয়নাল হক। বর্তমানে ওই বাড়িটি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
//আর//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি